স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় দানব ক্রিস গেইলকে। প্রায় সবদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো খেলে বেড়ান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এতোটাই কার্যকরী ব্যাটসম্যান যে নিজেই নিজের নাম দিয়েছেন ‘ইউনিভার্স বস।
আগে বোলারদের ভয়ের কারণ ছিলো ক্রিস গেইল। তবে সেই ইউনিভার্স বসের ফর্ম এখন তার পক্ষে নেই। এই ফর্ম না থাকার কারণে ড্রেসিং রুমেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। এবার সেই ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার এমজানসি ক্রিকেট লিগে তিনি ছিলেন অফ ফর্মে। এবার আসরের নিজের শেষ ম্যাচে খেলার পর জোযি স্টার্সের এই ওপেনার বলেন, শুধু এই দলের ক্ষেত্রেই নয়। এই বিষয়টি আমি অনেক বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই লক্ষ্য করেছি। দুই, তিন বা চার ম্যাচে ভালো রান করতে না পারলে গেইল হয়ে যায় দলগুলোর বোঝা। এ নিয়ে ফিসফাস হয়। আমি সম্মান পাবো না। অতীতে আপনি তাদের জন্য কী করেছেন মানুষ এটা মনে রাখে না। আমি কোনো সম্মান পাই না।
তিনি আরও বলেন, শুধু ফ্র্যাঞ্চাইজিই না, কখনো কখনো খেলোয়াড়রাও এমন আচরণ করে। খেলোয়াড়, ম্যানেজমেন্ট, হেড অব ম্যানেজমেন্ট, বোর্ড মেম্বার- ক্রিস গেইল কারো কাছেই সম্মান পায় না। একবার ব্যর্থ হলেই তার ক্যারিয়ার শেষ, সে সবচেয়ে খারাপ। আমি এসব নিয়েই চলছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।