স্পোর্টস ডেস্ক : তাদের দল ভালো করছে না। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের ব্যক্তিগত পারফরম্যান্সও উজ্জ্বল নয়।
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে মুস্তাফিজ-তাসকিনদের রংপুর রেঞ্জার্স। কিন্তু এখনো জয়ের মুখ দেখেনি তারা, হেরেছে চার ম্যাচেই।
কোনো বিভাগেই দল হিসেবে ভালো করতে পারছে না রংপুর। ব্যাটিংয়ে তাও দুই-একজন ভালো করছেন প্রতিটা ম্যাচে। কিন্তু বোলিং বিভাগ পুরোপুরি নিষ্প্রভ। যার বড় দায় মুস্তাফিজ-তাসকিনের। অনেক আশা নিয়ে তাদের দলে ভিড়িয়েছিল রংপুর। কিন্তু এই পেস জুটি জ্বলে উঠতে পারছে না।
গত ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি খেলে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। বাঁহাতি পেসার বিপিএলে চার ম্যাচে ৪ উইকেট পেলেও বোলিং তেমন ভালো করতে পারেননি। তার বোলিংয়ে নেই আগের সেই ধার।
তাসকিন গত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। ডানহাতি পেসার এবার তিন ম্যাচ খেলে একটি উইকেটও পাননি। প্রথম দুই ম্যাচ খেলার পর দলের তৃতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন।
চট্টগ্রামে শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ফেরানো হয়েছিল তাকে। কিন্তু এদিন বোলিং করেন আরও বাজে। তিন ওভারে দেন ৩৯ রান! রংপুরের বাঁহাতি স্পিনার আরাফাত সানীকে আগের ম্যাচে বোলিংই দেওয়া হয়নি! এদিন ২.৩ ওভারে তিনি খরচ করেন ২৮ রান।
মুস্তাফিজ-তাসকিন-সানীদের বোলিং লাইনআপের বিপক্ষে এদিন ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৬ রান করে খুলনার জয়ের অন্যতম কারিগর রাইলি রুশো। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মনে করেন, মুস্তাফিজ-তাসকিনদের জ্বলে ওঠার জন্য দরকার একটা মোমেন্টাম। এই পেস জুটি ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস তার।
প্রতিপক্ষের বোলিং নিয়ে রুশো মূল্যায়ন করলেন ঠিক এভাবে, ‘মোমেন্টাম না পেলে এই ফরম্যাটে কঠিন (ভালো করা)। ওরা টানা চার ম্যাচ হেরেছে। মোমেন্টাম পাওয়া ও ভালো পেসে বল করা তাই কঠিন। মুস্তাফিজ দ্রুতগতির ছিল, কিন্তু মাঠে মোমেন্টাম পরিবর্তন করার জন্য একজনকে এগিয়ে আসতে হবে।’
‘বাংলাদেশি যে খেলোয়াড়দের কথা আপনি বললেন, ওরা সবাই অভিজ্ঞ। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে। ওরা পেশাদার। আজ হয়তো দিনটা ওদের ছিল না। কিন্তু আমি নিশ্চিত ওরা ফিরে আসবে’- যোগ করেন রুশো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।