স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক গোলাপি টেস্ট দেখেতে এসেছিলেন সানিয়া মির্জাও। কলকাতার ইডেন গার্ডেনসে শুক্রবার প্রথম দিনের খেলা দেখেন তিনি। সেখানে ক্রিকেট নিয়ে কথা বলেছেন ভারতীয় এই টেনিসকন্যা। ক্রিকেট খুব একটা দেখা হয় না সানিয়ার। তবে ভারত আর পাকিস্তান যখন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে তখন দেখার চেষ্টা করেন। সানিয়ার ভাষ্য, ‘‘আমার হাজবেন্ড (শোয়েব মালিক) বাংলাদেশের বিপক্ষে নামলে খেলা দেখি। বা ভারতীয় দল খেললে তখনও বাংলাদেশের খেলা দেখি।
তাছাড়া দেখা হয় না। তবে নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা দেখি। সেটা অবশ্যই শোয়েবের জন্য।’ তিন বছরেরও বেশি সময়ের বিরতির পর অবশেষে টেনিস কোর্টে ফিরতে চলেছেন সানিয়া। শেষবার নেমেছিলেন ২০১৬ সালে। তারপর চোট এবং সন্তানসম্ভবা হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য টেনিস থেকে সরে দাঁড়াতে হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে দেখা যাবে টেনিস সুন্দরীকে।

উল্লেখ্য, ঐতিহাসিক দিন–রাতের টেস্টে সানিয়ার সঙ্গে ছিলেন তার বাবা ইমরান মির্জা, বোন আনম মির্জা এবং বোনের বাগদত্তা আসাদউদ্দিনও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


