জুমবাংলা ডেস্ক : আমি পিআইও নুরুন্নবী একাই একশ। আমাকে কেউ চেতাবেন না, মন্ত্রী আমার কিছুই করতে পারে নাই। ছবিসংবলিত গাইবান্ধার সুন্দরগঞ্জের বিতর্কিত সেই পিআইও নুরুন্নবী সরকারের একটি পোস্টার ছেয়ে গেছে উপজেলাজুড়ে। হঠাৎ করে এমন পোস্টারকাণ্ডে ক্ষুদ্ধ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর (পুরনো) গেটের সামনে এমন পোস্টার সাঁটানো দেখতে পায় স্থানীয়রা। পরে এমন খবর ছড়িয়ে পড়লে তা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এ ছাড়াও পোস্টারে ‘আমাকে কেউ চেতাবেন না, এর পরিনাম ভালো হবে না’, এমনকি ‘আপনারাতো চ্যাটের বাল’ বলেও উল্লেখ করা হয়েছে।
বিতর্কিত পিআইওর এমন পোস্টারকাণ্ডে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, সামাজিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দাপুটে-ক্ষমতাধর, দুর্নীতি ও লুটপাটে অভিযুক্তের পরেও উচ্চ আদালতের আদেশের অজুহাতে অফিস দখল করে কার্যক্রম চালানোর পরপরে এমন পোস্টারকাণ্ডের ঘটনায় নানা বিতর্ক ও রহস্যর সৃষ্টি হয়েছে। অভিযোগের দায় ও নিজে বাঁচতে এমন পোস্টার ছড়িয়ে অন্যর প্রতি দায় চাপানোর একটা কৌশল বা অপচেষ্টা বলে দাবি করছে সচেতনমহল। তবে অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম বলেন, দুই দফা বদলি আদেশ স্থগিত করতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। গত পাঁচ বছরে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করেছেন। নানা ঘটনার জন্ম দেওয়া আর বারবার আদালতের দ্বারস্থ হন তিনি। পিআইওর এমন পোস্টারে আমরা বিব্রত। তার যে দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পিআইও নুরুন্নবী এমন ধৃষ্টতায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ বলেন, পিআইও একাই এক শ, ধারধারেন না মন্ত্রী বা কারো তার এই পোস্টারকাণ্ডে পরিকল্পিত একটি অপতৎপরতা চালাচ্ছেন নুরুন্নবী। জনতাকে হেয় করা এমন পোস্টার ও তার অপকর্মের বিরুদ্ধে অবিলম্বে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলবেন।
আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন নুরুন্নবী বারবার অধিদপ্তরের আদেশকে উপেক্ষা এবং বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করছেন। তার কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। দুর্নীতিগ্রস্ত পিআইওর শাস্তি নিশ্চিত ও অপসারণের দাবিতে আন্দোলন-সংগ্রামের ঘোষণার কথাও জানান তিনি।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ ব্যাপারে বলেন, সুন্দরগঞ্জে একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড চলমান। সেখানে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তার ঠাঁই হবে না। নুরুন্নবীর রিট আদেশের বিষয়টি আদালত অবশ্যই অনুসন্ধান ও পর্যবেক্ষণ করবেন বলে মনে করি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দ্রুত অপসারণে পদক্ষেপ নেওয়া হবে। সূত্র : কালেরকণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।