বিনোদন ডেস্ক : সদ্য চার দিন হয়েছে বিয়ে করেছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী নেহা পেন্ডসে। বর শার্দুল সিং বায়াস একজন ব্যবসায়ী। তাঁদের বিয়েতে উপস্থিত ছিল শার্দুলের আগের পক্ষের দুই মেয়েও। নেহা বিয়েতে তাঁদের সঙ্গেও চুটিয়ে আনন্দ উপভোগ করেছেন। তবে নেহাকে এ নিয়ে নানা ট্রোলের মুখে পড়তে হয়েছে। অনেকেরই তাঁর কাছে প্রশ্ন, স্বামীর আগের বিয়ে নিয়ে নেহা কী মনে করেন?
নেহা অবশ্য এ নিয়ে অকপট স্বীকারোক্তি। তিনি বলেছেন, ‘আজকাল এগুলো আবার কোনও বিষয় নাকি? আজকাল অনেকেই নিজের কেরিয়ারের জন্য দেরিতে বিয়ে করেন। অনেকের আবার বিয়ের আগেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু ভালোবাসা, আবেগ ও শারীরিক সম্পর্ক সবই থাকে তাঁদের মধ্যে। তবে শুধু আইনি সম্মতি থাকে না।’
এ প্রসঙ্গে নেহার আরও মন্তব্য, ‘শার্দুলের ডিভোর্স নিয়ে কেন কেউ প্রশ্ন তুলবে? আমিও তো ভার্জিন নই।… আমরা একে অপরের অতীতটা জেনে সেটিকে সম্মান করি। এ নিয়ে কথা বলতে আমাদের কোনও লজ্জা ভয় নেই। শুরুতে এই সব কথাই তো আমাদের সম্পর্কের ভিত তৈরি করেছে।…’
প্রায় দশ বছর আগে শার্দুল বিয়ে করেছিলেন। তাঁর দুই মেয়ে রয়েছে। এরই সঙ্গে মজার ছলে নেহার মন্তব্য, ‘শার্দুল বোকা বোকা স্বামীর মতো নয়, জানেই না স্ত্রীকে খুশি করবে কীভাবে। আমার আগেই ও সব সিদ্ধান্ত ঠিক ভাবে নিতে পারবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


