বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী লাবণী সরকার বলেছেন, তিনি ঢালিউড তারকা শাকিব খানকে চেনেন না। এ মন্তব্য প্রকাশ্যে আসার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। শাকিব ভক্তরা ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করছেন।
বাষট্টি বছরের লাবণী হঠাৎ এমন মন্তব্য কেন করলেন? মূলত, একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় ওপার বাংলার সুপারস্টারদের নিয়ে নানা মন্তব্য করেন। কথা বলার ফাঁকে জানতে চাওয়া হয়, আপনি তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছিলেন। এ বিষয়টিও পরিষ্কার হওয়া ভালো।
এরপরই লাবণী সরকার বলেন, “শাকিব খান কে, আমি জানি-ই না। শাকিব খানকে ভালো করে চিনিই না। তার কোনো সিনেমাও দেখিনি। শাকিব খানকে নিয়ে আমি কী বলব! শাকিব খানের একটা গোটা সিনেমা দেখিনি। তার সঙ্গে জীবনে কোনো সিনেমাও করিনি। তাকে নিয়ে কী বলতে পারি? এগুলো মানুষের মনগড়া কথা।”
কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আঙুল তুলে লাবণী সরকার বলেন, “আমি ফেসবুকে থাকি না, কী মন্তব্য করা হয় তাও জানি না। শুনেছি, এখন নাকি কনটেন্ট ক্রিয়েটররা অনেক টাকা আয়-রোজগার করে। এসব খবর ওদের বানানো।”
স্বর্ণের দামে আগুন: দুবাইয়ে টানা মূল্যবৃদ্ধির পেছনের গ্লোবাল বিশ্লেষণ
লাবণী সরকারের দাবি, তার বক্তব্য বিকৃত করে অনেকবার খবর প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, “এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, আমাদের পুরো বক্তব্য প্রচারে আসে না। আমার কত বক্তব্য বিকৃত করে খবর করা হয়েছে। ঘরে ঘরে ইউটিউবার, সবাই বাইট নিচ্ছে। অলীক জগতে থাকা মানুষরা, যা খুশি করছেন তো কী হবে!”
তবে এর আগে শাকিব খানকে নিয়ে ঠিক কী বলেছিলেন লাবণী সরকার, তা অবশ্য জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।