বিনোদন ডেস্ক: আমির খানকে বিয়ে করে নিজের বাড়িতে আনেন কিয়ারা। অর্থাৎ কনে নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে আসেন বর। স্ত্রীর বাসায় এসে তার অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্বও নেন আমির। এম গল্পই ছিলো বিজ্ঞাপনটিতে। যে গল্পে চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে ছক ভাঙার বার্তা দিয়েছে দেওয়া হয়েছে।
ছকের বাইরের এই ভাবনাকে ভালোভাবে নেননি। ভারতের হিন্দু সম্প্রদয়। বিজ্ঞাপনটিতে অভিনয় করছেন আমির খান ও কিয়ারা আদভানি। প্রচারের পর তাই বিতর্কের মুখে পড়েন আমির-কিয়ারা। তাদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষ করেও মন্তব্য করেন এই তারকা জুটিকে।
বিতর্কের মুখে নেটদুনিয়া থেকে সরিয়ে নেওয়া হলো বিজ্ঞাপনটি।
হিন্দুস্তান টাইমস জানায়, ব্যাংকিং প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ— বিজ্ঞাপনটিতে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ফলে চাপের মুখে পড়ে নেটদুনিয়া থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
যেভাবে শাকিবের সঙ্গে প্রেমের সূচনা, নিজেই সেই প্রেম কাহিনী জানালেন বুবলী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।