আমির খানের প্রশ্নে চমকে যান করণ!

আমির খান-করণ

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা মানেই সেলেব্রিটিদের হাঁড়ির খবর ফাঁস হওয়ার সময়। ডিজনি আর হটস্টারে শুরু হয় করণের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন সেভেন’। তারকাদের পেটের ভেতর থেকে কিভাবে খবর বের করে দর্শকের মনোরঞ্জন করতে হয় সে খুব ভালো করেই জানেন সঞ্চালক করণ জোহর।
আমির খান-করণ
করণের কফি আড্ডার লেটেস্ট এপিসোডের অতিথি ছিলেন ঈশান খট্টর, ক্যাটরিনা কাইফ ও সিদ্ধান্ত চতুর্বেদী। সেখানে গিয়ে রীতিমতো বোমা ফাটান অভিনেতা।

করণের কাউচ মানেই সেখানে সব বিষয় খোলামেলা আলোচনা। বেডরুম সিক্রেট থেকে বাথরুম সিক্রেট, যৌন জীবন কোনো কিছুই বাদ যাবে না। কফি উইথ করণের ব়্যাপিড ফায়ার রাউন্ডের জন্য প্রথমেই না বলে দেন ক্যাটরিনা। কিন্তু, সাহস করে এগিয়ে যান ইশান খট্টর। কি বলেছিলেন অনন্যা পান্ডের এই এক্স-বয়ফ্রেন্ড?

করণের র‍্যাপিড ফায়ার রাউন্ডে এসে ঈশান বলেন, ‘আই উইল সে জাস্ট সেক্স এভরি টেন সেকেন্ড।’ অর্থাৎ প্রতি ১০ সেকেন্ডে ‘সেক্স’ শব্দটি উচ্চারণ করতে পারব। ঈশানের উত্তর শুনে অবশ্য কিছু মনে করেননি শোয়ের সঞ্চালক করণ জোহর। উলটে বলেন, ‘ঠিক আছে, সেক্স শব্দটা বলে যাও, আমরা বেশ এনজয় করছি।’ এর আগে করণের কফি কাউচে লাল সিং চাড্ডার প্রচারে এসেছিলেন আমির খান ও কারিনা কপুর। সেই সময় করণের কাছে আমির জানতে চেয়েছিলেন যৌনতা নিয়ে এত খোলামেলা আলোচনা হয় তাতে মা কিছু মনে করেন না। যদিও বিষয়টি হেসে উড়িয়ে দেন সঞ্চালক।

করণ জোহরের কফি উইথ করণের লেটেস্ট এপিসোডে ঈশান আর অনন্যার বিচ্ছেদের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দেন। সেই সঙ্গে জানতে চান, প্রাক্তনীর মধ্যে ঈশান কোন জিনিসটাকে খুব মিস করেন। উত্তরে অভিনেতা বলেন, ‘সবকিছু মিস করি। ও সুইটহার্ট। তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে।’ অনন্যার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দু’সপ্তাহ কোনো ফোনের উত্তর দেননি ঈশান। সেই কথা নিজেই করণের কাউচে স্বীকার করে নেন অভিনেতা।

করণ ঈশানের কাছে জানতে চেয়েছিলেন প্রেমিক হিসাবে তার জীবনে কোনো খারাপ অভিজ্ঞতা আছে কিনা? তিনি বলেন, ‘যখন আমি দুঃখিত ছিলাম তখন আমি একটানা দু’সপ্তাহ কারো ফোনের জবাব দিইনি।’ একই সঙ্গে জাহ্নবীর ফোন নম্বর এখন ঈশানের কাছে ‘জাহ্নবী বনি কপুর’ নামে সেভ রয়েছে- সেই কথাও অকপটে বলেন অভিনেতা। সূত্র : হিন্দুস্তান টাইমস

ফোনে অন্তরঙ্গ কথা বলেও বাদ পড়েছিলাম : রাধিকা আপ্তে