Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ঘোষণা করেছে, অবৈধ প্রবাসী যাদের ভিসার মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করলে তাদের জরিমানা মওকুফ করা হবে।
এছাড়া আমিরাতের আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত দণ্ড এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন এইসিএর বৈদেশিক ইমিগ্রেশনের মহাপরিচালক সাঈদ রাকন আল রশিদী।
এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মেজর জেনারেল আল রশিদী বলেন, এ নির্দেশনার সঙ্গে ভিসা লঙ্ঘনকারীর অবস্থানকে বৈধ করার জন্য আরও একটি সুযোগ থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে ঘোষণা অনুযায়ী স্বল্পমেয়াদি সাধারণ ক্ষমা ১৭ নভেম্বর শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।