স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করা হবে আরব আমিরাতে এমন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বাকি শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চূড়ান্ত ঘোষণা।
আর যদি আরব আমিরাতে সত্যিই এবছর আইপিএল আয়োজন করা হয় তবে এবারের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকবে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)- এমনটাই মনে করেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
শুধু তাই নয়, আইপিএল আরব আমিরাতে হলে কিংস এলেভেন পাঞ্জাবেরও ভালো সুযোগ দেখছেন আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে আকাশ চোপড়া বলেন, আমিরাতে ব্যাটিং কন্ডিশন তেমন একটা সমস্যা করবে না। উল্টো আরসিবি এতে খুশিই হবে। কারণ বড় মাঠে দুর্বল বোলিং লাইনআপ হলেও তেমন সমস্যা হবে না। আরসিবি তাই ভালো করবে বলে আমার বিশ্বাস।
এছাড়া পাঞ্জাব ও চেন্নাইকে এগিয়ে রেখে আকাশ আরও বলেন, অনেক দলে ভালো ভালো স্পিনার আছে। তাই চেন্নাই সুপার কিংস আবারও সুপার কিংস হবে। এমনকি কিংস এলেভেন পাঞ্জাবও, জায়গাটা (আমিরাত) তাদের জন্য মানানসই। সবমিলিয়ে আমার মনে হয়, ব্যাটসম্যানদের তেমন কোনও সমস্যা হবে না। তবে গরমের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে।
আমিরাতে দিনের বেলা থাকে অত্যধিক গরম, রাতে আবার অনেক ঠাণ্ডা। এমন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন আকাশ। তবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে গরমের মাত্রা কম থাকে বিধায় সুন্দর একটি টুর্নামেন্টের আশা করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।