জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত সরকারের বিশেষ স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থী হিসেবে পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি তাওহিদুল ইসলাম। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে এ গোল্ডেন ভিসা প্রদান করা হয়। ঢাকা পোস্টের প্রতিবেদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
তার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম আমিরাতের আল আনসারী এক্সচেঞ্জের ম্যানেজার এবং মা মাহবুবা সিদ্দিকা সিপু আল আনসারী এক্সচেঞ্জের ফরেন কারেন্সি ক্যাশিয়ার। তারা আমিরাতে ১৯ বছর ধরে বসবাস করছেন।
আমিরাত সরকারের গোল্ডেন ভিসা দেওয়ার ক্যাটাগরি অনুযায়ী, শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘এ’ লেভেল (এইচএসসি) পরীক্ষায় সব বিষয়ে শতকরা ৯৬ শতাংশ নম্বর পেতে হবে। তাওহিদুল ইসলাম দুবাই আরব ইউনিটি স্কুলে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় ইংলিশ মিডিয়ামে ব্রিটিশ সিলেবাসে সব বিষয়ে শতকরা ৯৮ শতাংশ নম্বর পান।
তাওহিদুল ইসলাম গোল্ডেন ভিসা পেয়ে আনন্দিত। তার সাফল্যে গর্ববোধ করছেন বাবা-মা। এজন্য তারা আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাওহিদুল ইসলাম বর্তমানে চেক রিপাবলিক অব ইউরোপের চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে এসবিবিএস (জেনারেল মেডিসিন) কোর্সে পড়াশোনা করছেন।
ছেলের এমন সাফল্যের জন্য তার বাবা-মাকেও আমিরাত সরকার গোল্ডেন ভিসা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন তাওহিদুলের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম।
অবশেষে বুয়েটেই ভর্তি হচ্ছেন আবরার ফাহাদের ছোট ভাই, ইচ্ছা ভাইয়ের হলে থাকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।