বিনোদন ডেস্ক : বলিউডের তিন মেগাস্টার ও বন্ধু শাহরুখ খান, সালমান খান ও আমির খান। অনেকের ধারণা, এই তিন খানের সম্পর্ক নাকি একদম ভালো নয়। কিন্তু বাস্তবে সেটা যে একেবারেই সত্যি নয় তা আরও একবার প্রমাণ হল। একে অপরের কাজকে প্রচার করার দায়িত্বেও দারুণ ভাবে যোগ দেন শাহরুখ-সালমান-আমির।
সে ধারাবাহিকতায় বুধবার আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র লোগো মুক্তির পরই দেখা গেল শাহরুখের তরফ থেকে সেটির প্রশংসা ও প্রচারের কাজে। আমিরের ছবির লোগো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বন্ধু তুমিই একটা গোটা গল্প। অল দ্য বেস্ট তোমার নতুন জার্নির জন্য।’
Yaar tum hi poori kahaani ho! All the best for the endeavour and hard work. https://t.co/OzKbq6QDnT
— Shah Rukh Khan (@iamsrk) November 6, 2019
বলিউড সূত্রে খবর, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র ভিএফএক্স-এর কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সংস্থাটির তরফ থেকেও টুইট করে সেকথা ঘোষণা করা হয়েছে।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া এবং ছয়টি বিভাগে অস্কার জেতা হলিউড সিনেমা ‘ফরেস্ট পাম্প’-এর রিমেক হচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। অভিনয়ের পাশাপাশি এ ছবির প্রযোজকও তিনি। তারই প্রস্তুতি নিচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে তার ‘লাল সিং চাড্ডা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।