জুমবাংলা ডেস্ক: মৌসুম শেষ হয়ে আসায় রাজশাহীর বাজারে আমের সরবরাহ একেবারেই কম। তাতে দামও বেশ চড়া। বাগান মালিকরা ভালো মূল্য পেয়ে খুশি হলেও অস্বাভাবিক দামে নাখোশ ক্রেতা।
শেষ হয়ে আসছে আমের মৌসুম। তাই রাজশাহীর বানেশ্বর হাটে উঠছে শুধু আশ্বিনা আম। মাস দেড়েক আগেও জমজমাট ছিল আমের বেচাকেনা। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। বর্তমানে প্রতিমণ আশ্বিনা আম বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে ২ হাজার টাকায়। আর আমের ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা।
তারা জানান, আমাদের আশ্বিনা আম এখন প্রায় শেষের পথে। দাম সর্বনিম্ন ১ হাজার ৬০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা। গত চার বছরের তুলনায় এ বছর দাম ভালো।
ব্যবসায়ীরা জানান, দিনাজপুর ও নওগাঁর জেলার আম্রপালি, ফজলি ও বারি- ৪ জাতের আম বাজারে স্বল্প পরিমাণে মিলছে। তবে আম্রপালি ও ফজলি আম প্রতি মণ ৫ হাজার ও বারি- ৪ জাতের আম বাজারে খুচরা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ টাকায়।
একজন ব্যবসায়ী বলেন, এ আম গতবার ২০০ থেকে ৪০০ টাকা মণ বিক্রি হয়েছে। কিন্তু এবার প্রথম রাউন্ডেই বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়।
শেষ মুহূর্তে চড়া দামের কারণে বাজারে আম কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তারা জানান, যেহেতু আম শেষের পথে, বাজার অনুযায়ী তাই দাম বেশি। দাম অনেক চড়া তাই কিনতে হিমশিম খাচ্ছেন। আম কেনা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, জেলার বানেশ্বর হাটে প্রতিদিন গড়ে পাঁচ লাখ টাকার আম বেচাকেনা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।