আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা যাতে আমাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে আমরা সফল হয়েছি। খবর পার্সটুডে’র।
তিনি আজ (শুক্রবার) তেহরানে এক অনুষ্ঠানে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ধরণের কাজের মাধ্যমেই আমরা নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে দূরে রাখতে সক্ষম হচ্ছি।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন নেতারা নিজেরাই এখন স্বীকার করছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে বিজয় ও উন্নয়নের পথে ইসলামি বিপ্লবের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, কিন্তু আমেরিকা ক্রমেই দুর্বল হচ্ছে ও পতনের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো মার্কিন নেতারা একদিকে বলছে তারা ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি করতে প্রস্তুত রয়েছে, কিন্তু অন্যদিকে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ করছে।
রায়িসি বলেন, আমরা যে আমেরিকাকে বিশ্বাস করি না তার কারণ হলো তারা চুক্তি মেনে চলে না, কথা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা ও অবিশ্বাসের অধিকার যে আমাদের রয়েছে তা বিশ্ববাসীর বোঝা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।