জুমবাংলা ডেস্ক : আমেরিকায় গ্লোবাল পিস সামিটে আমন্ত্রণ পেয়েছে মৌলভীবাজারের ছেলে মাহতাবুল ইসলাম উদয়। সে মৌলভীবাজার রেডক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক ও সমাজিক কর্মী।
জানা গেছে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে আগামী আগামী ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে Global Peace Summit-2023। এতে সারাবিশ্বের ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিশ্বের প্রায় ১৪০টিরও বেশি দেশ থেকে প্রার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।
এদিকে জানা গেছে, বিগত কয়েকটি সামিটে বাংলাদেশি কারো জায়গা হয়নি। এবছরই বাংলাদেশের তিনজন সমাজকর্মী যাচ্ছেন গ্লোবাল পিস সামিটে যোগ দিচ্ছেন।
বাংলাদেশ থেকে এই সামিটে উদয় ছাড়া আমন্ত্রণ পেয়েছেন এশিয়ার সেরা উদ্যোক্তা জোবায়ের হোসেন ও তার সহধর্মিনী সমাজকর্মী সুমাইয়া তাসনিম। উল্লেখ্য জোবায়ের হোসেন বিশ্বের প্রথম ধারাভাষ্যকার অ্যাপ প্রস্তুতকারী এবং বঙ্গ একাডেমির প্রতিষ্ঠাতা।
সতেরো বছর বয়সী মাহতাবুল ইসলাম উদয় মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। সে সিলেট মদন মোহন কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। উদয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলভীবাজার ইউনিটের স্বাস্থ্য ও সেবা বিভাগের উপ-প্রধান এবং রোটারেক্ট ক্লাবের যুগ্ম-সম্পাদক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল মেম্বার।
মাহতাবুল ইসলাম উদয়ের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মৌলভীবাজারের বিভিন্নজন ও পরিবারের সদস্যরা।
মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন- ‘মাহতাবুল ইসলাম উদয় নিউইয়র্কে গ্লোবাল পিস সামিট-২০২৩ এ নিয়োজিত হওয়ার জন্য অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উদয়ের এই সাফল্য আমাদের তরুণদের জন্য প্রেরণাদায়ক। তার এই গুরুত্বপূর্ণ কর্মের জন্য আমরা তাকে শুভকামনা জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। বিশ্বে শান্তির প্রতিষ্ঠায় উদয়ের মতো যুবকেরা এগিয়ে আসুক সেই কামনা করছি।
রোটার্যা ক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটির সাবেক সভাপতি ও জেলা রোটার্যা ক্ট সংগঠনের সাবেক কো-অর্ডিনেটর আমীর হামজা মীম বলেন- ‘রো. উদয় খুবই দক্ষ এবং কর্মঠ একজন সদস্য। সে তার কর্ম দক্ষতায় ইতিমধ্যে ক্লাবের হয়ে দেশ ও জাতীর জন্য অনেক জনকল্যাণমুখী কাজ করেছে। তার আমেরিকার এই অনুষ্ঠানে যোগ দেওয়া আমাদের ক্লাবের জন্য অত্যন্ত আনন্দের এবং সম্মানের।’
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সিলেট ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট মো. শামীম মিয়া বলেন, ‘উদয় একজন সমাজ সচেতন, উদ্যমী, পরিশ্রমী তরুণ। সে ভিবিডি মৌলভীবাজার জেলার একজন একনিষ্ঠ কর্মী বা সদস্য। সে তার কাজের প্রতি খুবই যত্নশীল এবং আন্তরিক। তার মতো একজন সক্রিয় কর্মীর নিউইয়র্ক গ্লোবাল পিস সামিট-২০২৩ এ সুযোগ পাওয়া আমি মনে করি আমাদের সংগঠনের জন্য অনেক গৌরবের এবং সম্মানের। পাশাপাশি অন্য সদস্যদেরর জন্য অনুপ্রেরণার। আমি আশাবাদী সে যে উদ্দেশ্য এই সামিটে অংশগ্রহণ করতে যাচ্ছে তা শতভাগ অর্জন করতে সক্ষম হবে। এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে আরো বেশী সম্পৃক্ত রাখবে।’
আমিরেকিায় গ্লোবাল পিস সামিটে অংশগ্রহণ করার জন্য মাহাতাবুল ইসলাম উদয়ের পরিবার আপ্লুত। বাবা ময়নুল ইসলাম ও মা নাজমা খানম বলেন- উদয়ের সামর্থ্যে আমরা গর্বিত। আমরা তার ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করছি গ্লোবাল সামিটে অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছেলে মৌলভীবাজার শহরের জন্য তার কাজের ক্রমধারা আরো বৃদ্ধি পাবে এবং সবার জন্যে অনুকরণীয় হয়ে উঠবে।’
বাবা ময়নুল ইসলাম বলেন- ‘আমি কখনোই তার কাজে বাধা হয়ে দাঁড়াইনি। সে এ বয়সেই তার কাজ খুব বুদ্ধিমত্তার সাথে করতে পারে। এটা দেখে আমি তাঁকে নিয়ে খুব গর্বিত।’
গ্লোবাল পিস সামিট কী
গ্লোবাল পিস সামিট (Global Peace summit 2023) এর আয়োজক হচ্ছে গ্লোবাল পিস চেন নামক আন্তর্জার্তিক সংস্থা। যারা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ক্যাম্প ও ইন্টারেক্টিভ সেশন করে থাকে। সমাজের স্টেকহোল্ডার, কূটনীতিক, রাষ্ট্রদূতদের সাথে শান্তি আলোচনার মাধ্যমে সহনশীলতা, সহনশীলতা, আন্তঃধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান, প্রেম এবং সীমান্তের ওপারে সামাজিক শান্তি গড়ে তোলার সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনা করে। প্রভাবশালী সম্প্রদায়, গোষ্ঠী, জাতিসংঘের কর্মকর্তা, ধর্মীয় পণ্ডিত এবং বিশ্বব্যাপী সম্প্রদায় ভিত্তিক সংস্থা বিশ্বব্যাপী শান্তি দূতদের জড়িত করে৷
বর্তমানে গ্লোবাল পিস চেনে প্রায় ১১৫ কান্ট্রি ডাইরেক্টর, ৩৪৭৯ অ্যাম্বাসেডর এবং ৩৩টি পার্টনার সংস্থা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।