অদ্ভুত প্রজাতির একটি মাছ ভার্মন্ট এর আইস ফিশারদের কাছে ধরা পড়েছে। ভার্মন্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অংশের একটি রাজ্য। ওই মাছের চেহারা দেখতে বেশ অদ্ভুত মনে হয়েছিলো। মাছটি ধরার পর কর্মীরা বেশ কৌতুহলী হয়েছিল কেননা মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে মাছটি শীতল বরফে অবস্থান করছিল।
মজার ব্যাপার হচ্ছে এত ঠান্ডা সত্যেও মাছটি জীবিত ছিলো। সরাসরি বরফের গর্ত থেকে এ অদ্ভুত ডিজাইনের মাছটি শিকার করা হয়। পরবর্তী সময়ে মাছটিকে পুনরায় পানিতে ছেড়ে দেয়া হয়েছিল।
এ মাছটি মূলত ’পাইবল্ড চেইন পিকারেল’ বৈশিষ্ট্য ধারণ করে। এ বিশেষ মাছের দেহের কালারের প্যাটার্ন বেশ ইউনিক হয়ে থাকে। সাধারণত দুইটি ভিন্ন কালার একসাথে বৈচিত্রতা সৃষ্টি করে। ভার্মন্ট ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ (VFW) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ব্যাখ্যা করে যে, পাইবল্ড প্রজাতির প্রাণীদের বিশেষ পিগমেন্ট কন্ডিশন থাকে। এর ফলে তাদের দেহের রঙ হালকা হয়ে থাকে।
আপনি তাদের লিওসিস্টিক প্রজাতির প্রাণীও বলতে পারেন। তবে অ্যালবিনিজম পিগমেন্টেশন সিস্টেমে দেহের রং আরো ফ্যাকাশে হয়ে থাকে। পিকারেল প্রজাতির মাছের চোখ রঙ্গিন হয়ে থাকে। ভার্মন্ট এ বিশেষ বৈশিষ্ট্যের একটি মাছ শিকার করা হয়েছে তাতে কোন সন্দেহ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।