স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের শুরু থেকেই সমালোচনা চলছে বাজে আম্পায়ারিং নিয়ে। এজবাস্টন টেস্টে রেকর্ড পরিমাণ ভুল সিদ্ধান্ত দিয়ে বাজে রেকর্ডে নাম লিখিয়েছেন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন।
এজবাস্টন টেস্টের প্রথম দিন দুই আম্পায়ার আলিম দার এবং উইলসন মিলে আটটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। পুরো ম্যাচে উইলসনের দেয়া মোট আটটি সিদ্ধান্ত রিভিউ নেয়ার পর বদলাতে হয়েছে যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।
তাঁর সমান আটটি সিদ্ধান্ত বদলাতে হয়েছিল কেবল লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনার। ২০১৬ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে মোট ১৬টি সিদ্ধান্তের মধ্যে আটটি সিদ্ধান্ত বদলাতে হয়েছিল তাঁকে।
এজবাস্টনে উইলসনের দেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ১২টিতেই রিভিউ নেয়া হয়েছে এর মধ্যে ৮টি ভুল প্রমাণিত হয়েছে। তবে এর মধ্যে তাঁর চারটি সিদ্ধান্ত সঠিক ছিলো।
শেষ সেশনে ইংল্যান্ডের হয়ে ব্যাট করছিলেন অধিনায়ক জো রুট তাঁকে দুইবার আউট দিয়েছিলেন উইলসন দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যান ইংলিশ দলপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



