জুমবাংলা ডেস্ক : দিন যত যাচ্ছে ভ্যাট আহরণের পরিমাণ বাড়ছে, বাড়ছে প্রবৃদ্ধিও। এ সময়ে ভ্যাট খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। চলতি অর্থবছরের (২০১৯-২০) সাত মাস (জুলাই-জানুয়ারি) শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে আট দশমিক ৪৭ শতাংশ।
আর এ সময়ে সবচেয়ে বেশি ১৪ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আয়কর খাতে। তবে আলোচ্য সময়ে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি এক অঙ্কের ঘর পেরুতে পারেনি। তাই সাত মাস শেষে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩৭ হাজার কোটি টাকা। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
এনবিআর বলছে, গত সাত মাসে সবচেয়ে পিছিয়ে ছিল কাস্টমস। মাইনাসের বৃত্ত থেকে বেরিয়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক শূন্য চার শতাংশ। দেশে আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক থাকলেও কাস্টমসের আহরণ কমে যাওয়া রীতিমতো বিস্ময়।
এনবিআরের হিসেব অনুযায়ী, জুলাই-জানুয়ারি এ সাত মাসে মোট রাজস্ব আদায় হয়েছে এক লাখ ২৬ হাজার ৫৭১ কোটি ৫৩ লাখ টাকা, যা এক লাখ ৬৪ হাজার ৬৯ কোটি ৪৮ লাখ টাকার লক্ষ্যমাত্রার তুলনায় ৩৭ হাজার ৪৯৭ কোটি ৯৫ লাখ টাকা কম। এর মধ্যে আমদানি-রপ্তানি পর্যায়ে রাজস্ব ১৫ হাজার ৮২৬ কোটি ৭৬ লাখ, স্থানীয় পর্যায়ে ভ্যাট ১২ হাজার ২১ কোটি ৫৬ লাখ ও আয়কর-ভ্রমণ কর ৯ হাজার ৬৪৯ কোটি ৬৩ লাখ টাকা কম আদায় হয়েছে।
এনবিআর সূত্রমতে, ২০১৮-১৯ অর্থবছরের শেষ ছয় মাসে সোয়া এক লাখ কোটি টাকা আদায় হয়। আর গোটা অর্থবছরে মোট রাজস্ব আদায় হয় প্রায় দুই লাখ ২৪ হাজার কোটি টাকা। এতে ঘাটতি ছিল ৫৬ হাজার কোটি টাকা। এমন ঘাটতির মুখে এনবিআরকে চলতি অর্থবছরে সোয়া তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়। এর মধ্যে ভ্যাট খাতে সর্বোচ্চ এক লাখ ১৭ হাজার ৬৭১ কোটি ৮৫ লাখ টাকা লক্ষ্যমাত্রা দেওয়া হয়। আর আয়কর খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি ১৬ লাখ এবং শুল্ক খাতে ৯২ হাজার ৩৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি ২০১৯-২০ অর্থবছর ভ্যাট আহরণে বেশ আশা জাগে। জানুয়ারি পর্যন্ত অর্থবছরের সাত মাসে ভ্যাট আদায় হয়েছে ৩৮ হাজার ৯৭০ কোটি ৮৬ লাখ টাকা। আর প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক ৮১ শতাংশ। প্রথম মাসে ভালো প্রবৃদ্ধি অর্জিত হলেও পরের মাস থেকে আহরণ কমতে থাকে। এক্ষেত্রে নতুন আইনকে দায়ী করা হয়। নতুন আইন নিয়ে করদাতারা অনেকটা ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আহরণে এর প্রভাব পড়ে। অর্থবছরের দ্বিতীয় আগস্ট মাসে ভালো প্রভাব পড়ে। আগস্ট মাস পর্যন্ত ভ্যাট আহরণ হয় ১১ হাজার ১৯৯ কোটি ৫৪ লাখ টাকা, যা সেই মাসে লক্ষ্যমাত্রার তুলনায় তিন হাজার ৮৫৭ কোটি ৮১ লাখ টাকা, আর প্রবৃদ্ধি হয় এক দশমিক শূন্য দুই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।