১ ঘণ্টা আগে শুনি আমি আর অধিনায়ক নই : কোহলি

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলিকে ঘিরে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে একের পর এক গুঞ্জন। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে মুখ খুললেন কোহলি। তিনি জানালেন, কেন তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তা তিনি বুঝতে পারছেন। তবে কোহলিকে যেভাবে সেই খবর দেওয়া হয়েছে তাতে তিনি খুব একটা খুশি হননি।

আজ বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে কোহলি বলেন, ‘আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনোদিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।’

তবে যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে সে কথা জানিয়েছে তাতে তিনি খুশি নন, ‘বিসিসিআইয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘণ্টাখানেক আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।’ কোহলির এই বক্তব্য থেকে পরিষ্কার, তার সঙ্গে কোনো আলোচনা না করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাকে।

সম্প্রতি শোনা যায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। বিসিসিআইয়ের কাছে নাকি সেই অনুরোধ করেছেন কোহলি। যদিও তার পরে শোনা যায়, কোহলি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। শুরু হয় বিতর্ক। অবশেষে আজকের সংবাদ সম্মেলনে বিরাট কোহলি এই প্রশ্নের জবাবে জানান, তিনি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন।