জুমবাংলা ডেস্ক : বন্ধ হয়ে গেল বাংলাদেশ রেলওয়ে পরিচালিত যাত্রীবাহী ট্রেন ঈশা খাঁ এক্সপ্রেস। ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল করতো। যাত্রাপথে ট্রেনটি নরসিংদী ও গাজীপুর জেলাকে সংযুক্ত করেছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি কারণে ট্রেনটি বন্ধ করা হয়েছে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’
রেলওয়ে সূত্রে জানা গেছে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি একটি মেইল ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেলা সাড়ে ১১টায় যাত্রা শুরু করে রাত পৌনে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছাত। আবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টায় যাত্রা শুরু করে রাত ১১টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাত। যাত্রাপথে ট্রেনটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি করতো।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, ‘গত বুধবার শেষ যাত্রায় ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। এরপর ঈশা খাঁ এক্সপ্রেসের রেক পৃথক একটি ট্রেনের সঙ্গে সংযুক্ত করে ঢাকায় পাঠানো হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


