আন্তর্জাতিক ডেস্ক : বেসামরিক লোকদের মধ্যে আরও অস্ত্র ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর।
তিনি বলেন, জেরুজালেমের ঘটনা দেখিয়ে দিয়েছে বেসামরিক লোকদের মাঝে অস্ত্র ছড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি এ অস্ত্র বেসামরিক লোকদের মাঝে ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগোযোগমাধ্যম এক্সের এক পোস্টে বেন গভীর বলেন, অস্ত্র জীবন বাঁচায়। সব পক্ষের সমালোচনা উপেক্ষা করে আমি এ নীতি অব্যাহত রাখব।
তিনি বলেন, আমি সব জায়গায় অস্ত্র ছড়িয়ে দিব। জরুরি কক্ষ ছাড়াও বেসামরিক লোকদের মধ্যে এসব ছড়িয়ে দেব।
ইসরায়েলের এ মন্ত্রী বলেন, আমার শক্ত পুলিশ বাহিনী রয়েছে, আমার শক্ত সেনাবাহিনীও আছে। তবে সবত্র পুলিশ নেই। ফলে যেখানে তারা নেই সেখানে বেসামরিক লোকদের কাছে অস্ত্র থাকবে। এটি তাদের জীবন বাঁচাবে।
গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের এ মন্ত্রী হাজার হাজার নাগরিকদের মাঝে রাইফেল ছড়িয়ে দেন। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন বসতিদে যেখানে মিশ্র জনগণের বসবাস রয়েছে সেখানে ইসরায়েলিদের মাঝে এ অস্ত্র ছড়িয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।