বিনোদন ডেস্ক : মিসরের কায়রো অপেরা হাউসে ৪৫তম চলচ্চিত্র উৎসবের আসর বসবে ১৩ থেকে ২২ নভেম্বর। এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে মেহজাবীন চৌধুরীর অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। এই উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে। ছবিটির ইংরেজি নাম ‘হুইসপারস অব আ থার্স্টি রিভার’।
ফ্রেম পার সেকেন্ড ও চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এটি তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত ও আবু সাইদ রানা। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন শঙ্খ দাশগুপ্ত। ২০২৩ সালের মাঝামাঝি সিনেমাটির দৃশ্যধারণ শুরু করেছিলেন নির্মাতা।
শঙ্খ দাশগুপ্ত জানান, ‘এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হচ্ছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। ছবিটি শিগগিরই দেশে মুক্তি পাবে।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প “প্রিয় মালতী” আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিম ও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল সাফল্য।’
মেহজাবীন চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।