জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আরপিওর সংশোধিত প্রস্তাব বাস্তবায়ন থেকে সরকার সরে এলে তা লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসরই বলে মনে হবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হবে, সেই আদেশের বিষয়বস্তু (কনটেন্ট) ও কার্যকারিতার জায়গাগুলো পরিষ্কার করা দরকার।
আখতার হোসেনের মতে, যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে, তাহলে শুধুমাত্র গণভোট সংস্কারের বাস্তবায়নকে নিশ্চিত করতে পারবে না। এই কারণে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হওয়ার পরই এনসিপি গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চায়।
আরপিও-তে আনা সংশোধনীর বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখলেও আখতার হোসেন উল্লেখ করেন, বিএনপি তাদের আগের বক্তব্য থেকে সরে এসে আরপিও সংশোধনী বাতিল করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত দেবে বলে জানিয়েছে।
তিনি বলেন, আইন উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে আরপিও সংশোধনীকে আটকে দেওয়ার যে মানসিকতার কথা বলা হচ্ছে, তাতে করে মনে হয় সরকার কোনো বিশেষ উপদেষ্টার মধ্য থেকে কারো কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে কোনো একটা বিষয় বাস্তবায়ন করতে চায়—যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট।
এনসিপির সদস্য সচিব আরও সতর্ক করে বলেন, যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে, তাহলে আমাদের কাছে আবারও প্রতীয়মান হবে যে, সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতায় সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর, এটা কোনোভাবেই জাতির জন্য কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



