ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। অথচ এ ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস বলে জানা গেছে। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

একটি সূত্র জানায়, এটি রায়হান রাফী পরিচালিত ‘নূর’–এর কাজের অংশই ছিল। কিন্তু এর পরদিনই আবার নতুন আলোচনায় আসেন শুভ। এবার কারণ— ফেসবুকে ভাইরাল হওয়া তার একটি অ্যাকশন দৃশ্যের ছবি। সেই ছবিটি ‘নূর’ সিনেমার একটি শুটিং লোকেশন থেকে ‘ফাঁস’ হয়েছে। ঢাকার বাইরে নাকি চলছে গোপনে শুটিং। তবে সিনেমাসংশ্লিষ্ট কেউ-ই এ বিষয়ে এখনো মুখ খোলেননি।
এদিকে এরই মধ্যে সামাজিক মাধ্যমে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে— শুভর ঈদের সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ঢালিউড কিং শাকিব খান। ৭ মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে দুই নায়ককে একসঙ্গে দেখা যাবে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে—সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন, যিনি শাকিব খানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। এর আগে তাদের ‘সাহেব’ নামের একটি সিনেমার ঘোষণা আসে।
এ বিষয়ে সাইফ চন্দন বলেন, আমি এমন কোনো সিনেমার বিষয়ে আবগত নই। তবে কাজের পরিকল্পনা চলছে। যদি কিছু হয় অফিসিয়ালভাবে জানাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



