স্বাস্থ্য ডেস্ক : ঢাকার সিএমএইচে তিন দিনব্যাপী কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম শেষ হয়েছে। গত ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলে। এ বছর দ্বিতীয়বারের মত আরো দুই জন রোগীর শরীরে দুটি কিডনি সফলভাবে সংযোজন করা হয়েছে।
বৃহস্পতিবার আইএসপিআর জানায়, ভারতের স্বনামধন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠান আহমেদাবাদের আইকেডিআরসি থেকে ৬ সদস্য বিশিষ্ট অভিজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিমের তত্ত্বাবধানে এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম চলে। এর নেতৃত্ব দেন প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রঞ্জল রমনলাল মোদী।
আইএসপিআর আরো জানায়, প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। গত বছর এ ট্রান্সপ্ল্যান্ট টিম এ কার্যক্রমের সূচনা করে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো আবারো ল্যাপারোসকোপিক পদ্ধতিতে দুটি কিড্নি সফলভাবে সংযোজিত হলো।
সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, এ প্রতিষ্ঠানে কিডনি সংযোজন কার্যক্রমের সাথে সাথে অদূর ভবিষ্যতে লিভার, ফুসফুস, অগ্নাশয় ইত্যাদি অরগ্যান সংযোজনের প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে সামরিক বাহিনীর সদস্যরা এ চিকিত্সাসেবা পেলেও ভবিষ্যতে বেসামরিক রোগীদের জন্যও এ সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে আইএসপিআর জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।