মিডরেঞ্জ স্মার্টফোনের বাজার ধরতে আইফোন এসই৪ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এসই সিরিজের চতুর্থ প্রজন্মের ফোনটি আগামী বছরের শুরুর দিকে বাজার আসবে। এতে আইফোনের মূল মডেলগুলোর সঙ্গে মিল রেখে বিভিন্ন ফিচার যুক্ত হবে। খবর টেকটাইমস।
বর্তমানে গুগল পিক্সেল ও স্যামসাংয়ের এ সিরিজ স্মার্টফোনের মিডরেঞ্জ (২০০-৬০০ ডলার) বাজার দখলে রেখেছে। এ বাজারের প্রতিদ্বন্দ্বী হয়ে আসবে আইফোন এসই৪ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অ্যাপলের তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান ম্যাকরিউমার জানিয়েছে, স্মার্টফোনটিতে ফেসআইডির পরিবর্তে আইফোন ১৪-এর মতো টাচআইডির হোম বাটন যুক্ত করা হবে। এতে ব্যবহার করা হবে ওএলইডি প্রযুক্তির ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের এসই স্মার্টফোনের ক্যামেরা ছিল ১২ মেগাপিক্সেলের।
এসই৪-এ যুক্ত করা হবে সিঙ্গেল লেন্সের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সিপিইউ হিসেবে থাকবে এ১৫ বায়োনিক চিপ। বাজারে আসতে যাওয়া নতুন ফোনটির মূল্য এর আগের তৃতীয় প্রজন্মের মতোই থাকবে বলে জানা গেছে। রেভেগনাসের তথ্য অনুযায়ী, এসই৪-এর দাম হতে পারে ৪২৯ ডলার, যা তৃতীয় প্রজন্মের ফোনের চেয়ে মাত্র ১০ শতাংশ বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।