স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে ১০টি সোনার পদক পেল বাংলাদেশ। সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশ জিতলো ১৮টি স্বর্ণপদক।
এসএ গেমসের ১৩তম আসরের নবম দিনে আজ সোমবার আর্চারির ১০টি ইভেন্টের সবকটিইতেই অংশ নিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সকালে সর্বশেষ পুরুষ রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেন রুমান সানা।
এর আগে একই দিনে আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সুমা বিশ্বাসের পর পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন মো: সোহেল রানা। এছাড়া দিনের শুরুতেই আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন সুমা বিশ্বাস। পরে আর্চারির নারী রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন ইতি খাতুন।
প্রসঙ্গত, দেশের বাইরে এসএ গেমসে আর্চারিতে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৯৫ সালে মাদ্রাজ গেমসে আর্চারিতে ৭টি স্বর্ণপদক ছিল।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.