স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন জোফরা আর্চার। তবে অস্ট্রেলিয়া দলের কেউ এমন ভুল করবে না বলে জানিয়েছেন, জস হ্যাজেলউড।
সাউদাম্পটন থেকে ম্যানচেস্টারে যাওয়ার পথে ব্রাইটনে নিজ বাড়িতে ঘণ্টাখানেক অবস্থান করেছিলেন আর্চার। এই ঘটনার কারণে ৫ দিনের জন্য আর্চারকে হোটেল রুমে স্বেচ্ছা আইসোলেশনের থাকতে হবে।
আর্চারের কারণে ইংল্যান্ড দলের অনেকে ঝুঁকিতে পড়ে যেতে পারতেন। সিরিজও ভেস্তে যেতে পারতো। অস্ট্রেলিয়া দল আইসিসির নতুন সব নিয়ম মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন হ্যাজেলউড।
এই অজি পেসার বলেন, আমার মতে, আর্চার অবশ্যই আমাদের জন্য একটি উদাহরণ। ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের কড়া বিধি-নিষেধগুলি মেনে চলতে হবে। আর্চারের সেই ভুল থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব।
ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। হ্যাজেলউড মনে করেন, এই নিয়মের সঙ্গে মানিয়ে নেয়া কঠিন হবে। অনুশীলন থেকেই এই নিয়মের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা।
তিনি বলেন, এটা (বলে লালা লাগানো) খুবই সহজাত একটি অভ্যাস। পাঁচ বছর বয়স থেকে এটি করে আসছি আমরা। তাই অভ্যাসটি দূর করতে কিছুটা সময় লাগবে। অনুশীলনে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। কঠিন কাজ, তবে হচ্ছে ধীরে ধীরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।