২০১৩ সালে প্রায় দুই হাজার আর্জেন্টাইন ফুটবলার ১৩০০ ক্লাবের কাছে বিক্রি করা হয়েছিল। আর্জেন্টিনা আসলে ফুটবল ট্যালেন্ট তৈরি করার অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হয়ে থাকে। কাতার বিশ্বকাপেও তারা এক ঝাঁক তরুণ ট্যালেন্ট ফুটবলার দলে নিয়েই মাঠে লড়াই করেছে। আর্জেন্টিনা কীভাবে এত ট্যালেন্ট ফুটবলার তৈরি করে তার বিশ্লেষণ দেওয়া হবে আজকের আর্টিকেলে।
ব্রিটিশদের হাত ধরেই প্রথম ফুটবল আর্জেন্টিনায় প্রচলিত হয়। দেশের রাজধানী বুয়েন্স আয়ার্স এ প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আলেকজান্ডার ওয়াটসন হুটনকে ফাদার অফ আর্জেন্টাইন ফুটবল বলা হয়। তার অবদানের কারণেই দেশটির ফুটবলের জন্য একটি অ্যাসোসিয়েশন বোর্ড গঠন করা হয়।
ওই সময় রোজারিও সেন্ট্রাল সহ আরো বেশ কয়েকটি আর্জেন্টাইন ক্লাবের বিকাশ ঘটতে থাকে। কিছু অর্থ উপার্জন করে জীবন যাপন করা এবং পরিবারটিকে টিকিয়ে রাখার জন্য ফুটবল একটি সুন্দর মাধ্যম হতে পারে তা বুঝতে পারে আর্জেন্টাইনরা।
প্রফেশনাল ক্লাবে খেলতে হলে একজন আর্জেন্টাইন তরুণকে পাঁচটি ধাপ অতিক্রম করতে হয়। প্রিমিয়ার ডি, প্রিমিয়ার সি, প্রিমিয়ার বি, প্রিমিয়ার নাসিওনাল ধাপ অতিক্রম করতে হয়। এখানে ৩৭ টি ক্লাব এক হাজার প্লেয়ার সহ নিজেদের উপস্থাপন করে।
আর্জেন্টিনার মূল প্রিমিয়াম ডিভিশনে যেসব খেলোয়াড় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেন সেখান থেকে অনেকেই বিশ্বের বড় বড় ক্লাবের বিক্রি হয়ে যান। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য দেশটিতে চারটি বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এসব টুর্নামেন্টের মধ্যে কোপা আর্জেন্টিনা, সুপার কোপা আর্জেন্টিনা, কোপা লিগা প্রফেশনাল টুর্নামেন্ট জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ২০১০ এর পর থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে একটা শীতল লড়াই চলছে যে, কে কত বেশি ফুটবলার অন্য দেশের ক্লাবে বিক্রি করতে পারবে।
আর্জেন্টিনার জনসংখ্যা হচ্ছে প্রায় ৪ কোটি ৭৩ লক্ষ। অথচ সেখানে ফিফার তথ্য অনুযায়ী ৩৬৫০ টি ফুটবল ক্লাব রয়েছে। এসব ক্লাব ট্যালেন্ট ফুটবলার তৈরির জন্য কাজ করে যাচ্ছে।
দেশটিতে বর্তমানে তিন লক্ষের বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফুটবলের মাধ্যমেই নিজেদের ব্যয় ও খরচ মিটেয়ে থাকে। ইতালিয়ান লীগ এবং স্পেনের লা লিগাতে আর্জেন্টিনার প্লেয়াররা সব থেকে বেশি পারফর্ম করে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।