আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস পরীমনির

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস পরীমনি

স্পোর্টস ডেস্ক : গোটা বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত। বাংলাদেশেও উন্মাদনা পিছিয়ে নেই। এখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি দেখা গেলেও ব্রাজিলের স্বপ্ন আগেই ভেঙে গেছে। দলটি যেই ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে, সেই দলকেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এতে বাংলাদেশি তারকা সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই।

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস পরীমনি

গত রাতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এতে লিওনেল মেসি গোল করেন, করান, সেই সঙ্গে সাদা-নীলের আর্জেন্টিনাকে নিয়ে গেলেন গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে।

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস পরীমনির

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চার মাস হলো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়েই ব্যস্থ তিনি। তবে সদ্য মা হওয়া এই অভিনেত্রী আর্জেন্টিনার খেলা দেখা একদমই বাদ দেন না। ক্রোয়েশিয়াকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার প্রশংসা করেছেন অভিনেত্রী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ‘হ্যাঁ, এটা একদম চমৎকার।’