Advertisement
জুমবাংলা ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ফুটবল খেলা ভক্ত স্বপন মিয়া। ওই সময় তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্বপন মন্ডল মারা যান।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আমাদের সময়কে বলেছেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



