আন্তর্জাতিক ডেস্ক : কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের আগে ‘স্বাগত সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ।
মঙ্গলবার ম্যান্দারিন ওরিয়েন্টাল হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় বলে বাসস জানিয়েছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো চার নারী ক্রীড়াবিদ সরকার প্রধানের সফরসঙ্গী হয়েছেন। এই চারজন হচ্ছেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
বাসস লিখেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে এই চার নারী ক্রীড়াবিদকেও আমন্ত্রণ জানায় কাতার ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে অংশ নিতে সফরসঙ্গীদের নিয়ে সোমবার দোহায় পৌঁছান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সরকারপ্রধান হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে মঙ্গল ও বুধবার অনুষ্ঠেয় সম্মেলনে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বাসস লিখেছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এ সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।