বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: আর কয়েক ঘণ্টা বাদেই কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। ফুটবলার ও দর্শকদের জন্য এবারের বিশ্বকাপে রয়েছে সর্বাধুনিক সব প্রযুক্তির সেবা।
উন্নত কুলিং প্রযুক্তির স্টেডিয়াম, আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি, পরিধানযোগ্য ইলেকট্রনিক প্রযুক্তি আরো অনেক ধরনের আধুনিক প্রযুক্তি কাতার বিশ্বকাপের মাধ্যমে প্রথমবারের মতো উপভোগের করতে পারবেন খোলোয়াড় ও দর্শকরা।
এমনকি এবারের বিশ্বকাপের বলটিও ইতিহাসের প্রথম প্রযুক্তি সজ্জিত ফুটবল। বলটির দাম ‘আল রিহলা’।
‘আল রিহলা’ আরবি শব্দ, যার অর্থ দাঁড়ায় ‘যাত্রা’। কাতারের অনন্য স্থাপত্য, আইকনিক নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে এই বলের নকশা করা হয়েছে। বলটি তৈরি করেছে খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস।
বলা হচ্ছে, ফুটবলের ইতিহাসে ‘আল রিহলা’র মতো দ্রুতগতির বল আগে কখনো দেখা যায়নি। এছাড়া এই বল মাঠের নির্ভুল তথ্য পাঠাতেও সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।