ইউএস ওপেনের উত্তাপে টেনিস কোর্ট যেমন জমজমাট, তেমনি আলোড়ন বইছে প্রেমের আঙিনাতেও। স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ ও ইতালিয়ান জানিক সিনারকে ঘিরে এবার আলোচনায় উঠে এসেছে আমেরিকার পেজ থ্রি দুনিয়ার পরিচিত মুখ ব্রুকস নাদের নাম।
নিউ ইয়র্কের এক বেসরকারি রেডিও স্টেশনের দাবি- ইউএস ওপেন চলাকালীন নাদেরকে একাধিকবার দেখা গেছে আলকারাজ ও সিনার— দু’জনের সঙ্গেই। ফলে ‘এক ফুল দো মালি’র কাহিনি যেন টেনিসের প্রণয়ভূমিতেও হাজির।
আলোচনার সূত্রপাত নাদেরের বোনের দেওয়া এক সাক্ষাৎকার থেকে। তিনি জানান, “দিদি এখন টেনিস নিয়ে ব্যস্ত।” আরও প্রশ্ন করলে বলেন, “সে একজন উইনার।” অনুমান করা হয়, তাঁর ইঙ্গিত উইম্বলডনজয়ী সিনারের দিকেই।
তবে অল্প সময় পরেই নতুন মোড়— ইউএস ওপেনের ফাইনালে ফ্ল্যাশিং মিডোর গ্যালারিতে নাদেরকে দেখা যায় আলকারাজকে সমর্থন দিতে। এ দৃশ্য গুজবকে আরও উসকে দেয়। ফলে প্রশ্ন ওঠে, টেনিস কোর্টের প্রতিদ্বন্দ্বিতা কি প্রেমের কোর্টেও ছড়িয়ে পড়ল?
নাদেরের বোনের উত্তরও সন্দেহ বাড়িয়েছে,“গুজব অনেক সময় সত্যি হয়। তাই ডেটিং প্রসঙ্গ এখন অপ্রাসঙ্গিক। সেরার সঙ্গেই থাকে আমার দিদি।”
এর মধ্যেই আরেক প্রশ্ন সামনে এসেছে— কয়েক মাস আগেই উইম্বলডন চলাকালীন আলকারাজের সঙ্গে এমা রাদুকানুর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে নাদেরকে ঘিরে নতুন কাহিনি সামনে আসার পর রাদুকানু–আলকারাজ অধ্যায়ের ভবিষ্যৎ এখন কোন অবস্থায়, তা নিয়েও টেনিস মহলে তুমুল কৌতূহল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।