জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় আলতা পায়ে বোরকা পরে নারী সেজে মাদক পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল আটটার দিকে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইকোনো বাস কাউন্টারে সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ার জুয়েল মিয়ার ছেলে ইমরান মিয়া ও একই এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. সবুজ।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, সকালে জেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইকোনো বাস কাউন্টারে সামনে বোরকা পরা এক নারী ও এক যুবক ব্যাগসহ বাসের জন্য অপেক্ষা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তাদের কাছে মাদক আছে।
বোরকা পরিহিত নারী ও যুবককে তল্লাশীর এক পর্যায়ে বোরকা পরা নারীর মুখ খুললেই দেখা যায় দাড়িওয়ালা যুবক। বোরকা পরা ইমরানের পায়ে আলতা, মেয়েদের জুতা ও বোরকার ভেতরে পেডিকোড পরা ছিলো।
তিনি আরো জানান, পরে তাদের তল্লাসী করে বোরকা পরিহিত ইমরানের কাছে অভিনব কায়দায় ফিটিং করা ৪৩ বোতল ফেনসিডিল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।