কয়েকদিন আগেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্রবর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এ ব্যাপারে আইনি নোটিশ পাঠানোও হয়েছিল অভিনেতাকে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই দুই পক্ষকে নিয়ে বসে মীমাংসা করে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘ।
টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ মীমাংসার সময় জানায়, এ নিয়ে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। আর অগ্রিম নেয়া অর্থ থেকে সম্পন্ন করা কাজের পারিশ্রমিক রেখে বাকি অর্থ সমন্বয় করে নেবে প্রযোজনা প্রতিষ্ঠান ও অভিনেতা অপূর্ব। এর একদিন পরই প্রযোজনা প্রতিষ্ঠানকে বাকি অর্থের চেক টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে ফেরত দেন অভিনেতা।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের একটি সূত্র জানায়, বিষয়টি সমাধান করতে ১৪ লাখ টাকার বেশি গুনতে হয়েছে অভিনেতা অপূর্বকে।
প্রায় দুই বছর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি নাটকের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। চুক্তি অনুযায়ী কথা ছিল, প্রতি মাসে তিনদিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং করবেন তিনি। এ শর্তে তাকে অগ্রিম ২৫ লাখ টাকা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান।
৯টি নাটকের শুটিংও করেন অপূর্ব। এরপর চুক্তি অনুযায়ী আরও ৯ লাখ টাকা দেয়া হয়। কিন্তু এরপর আর কাজ না করা এবং যোগাযোগ থেকে বিরত থাকার অভিযোগ আনা হয় অপূর্বর বিরুদ্ধে। তবে সব শেষ অর্থ প্রদানের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানির সঙ্গে সব জটিলতা কাটিয়ে উঠলেন পর্দার এই ব্যস্ততম অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।