২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবীরের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা ঋত্বিক রোশন। এবার আরও একবার একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই হিরোকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’-য় ক্যামিও অভিনয় করতে চলেছেন ঋত্বিক।
স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ‘ওয়ার’ সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক। একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ।
এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট এবং শর্বরী ভায়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঋত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এই সিনেমায়। এছাড়াও এখানে অভিনয় করতে দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও। তবে ঋত্বিকের ভূমিকা কী হবে তা এখনও জানা যায়নি।
জানা গেছে, ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু করবেন ঋত্বিক। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
https://inews2.zoombangla.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/
তবে শোনা যাচ্ছে, এই সিনেমায় ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।