বিনোদন ডেস্ক : ছবি নিয়ে তিনি বরাবরই খুব কড়া। মুক্তির আগে তার গোপনীয়তা নিয়েও। এ সব নিয়ে কারও আবদার, বায়না কিংবা বায়নাক্কা পাত্তা দিতে একেবারেই নারাজ। তিনি সঞ্জয় লীলা বনশালি। বলিউডের একাধিক বিপুল বাজেট এবং সফল ছবির প্রযোজক-পরিচালক এ বার সটান ‘না’ বলে দিলেন আলিয়া ভাটকেও! দু’দু বার আর্জি জানিয়েও খালি হাতেই ফিরতে হল ‘ডিয়ার জিন্দেগি’র ‘কায়রা’কে।

কিন্তু কী এমন চেয়েছিলেন আলিয়া? কেনই বা বেঁকে বসলেন বনশালি?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, সদ্য বনশালির ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয় করেছেন মহেশ ভট্টের কন্যা আলিয়া। ছবিটি মুক্তি পাওয়ার কথা ফেব্রুয়ারির মাঝামাঝি। তার আগেই নিজের মা বাবা এবং প্রেমিক রণবীর কপূরকে নিজের কাজ দেখাতে চেয়েছিলেন আলিয়া। কিন্তু হাজার অনুরোধ-উপরোধেও চিঁড়ে ভেজেনি। ছবি মুক্তির আগে কাউকেই তা দেখতে দিতে নারাজ বনশালি। তাই এক কথায় ‘না’ বলে দিয়েছেন বলিউডের অন্যতম সফল নায়িকা আলিয়াকেও।
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে নায়িকা হিসেবে যাত্রা শুরু আলিয়ার। তার পরে ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘বদ্রিনাথ কী দুলহনিয়া’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রাজি’র মতো একের পর এক ছবিতে নজরকাড়া অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন মহেশ-কন্যা।
বিয়ের ভেন্যু ঠিক করলেন আলিয়া-রণবীর, দিন-তারিখ নিয়ে যা জানা গেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


