বিনোদন ডেস্ক: কামাঠিপুরা মুম্বাই তো বটেই এশিয়ার অন্যতম বৃহত্ পতিতালয়। ১৯৬০-এর দশকে এই পতিতালয়ের সর্দার ছিলেন গাঙ্গুবাই কোঠেওয়ালি। অবৈধ্য মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় পরিচিতি ছিলেন ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ হিসেবে।
তাঁর জীবনের সত্য ঘটনা অবলম্বনে ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ ছবি বানিয়েছেন সঞ্জয়লীলা বানশালি।
ছবিতে গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
আলিয়ার প্রায় ৪০ বছর আগে তাঁর মা সোনি রাজদানও অভিনয় করেন যৌনকর্মীর চরিত্রে! সেটি ছিলো শ্যাম বেনেগালের বিখ্যাত ছবি ‘মান্দি’।
১৯৮৩ সালে মুক্তি পাওয়া ছবিটিতে আরো ছিলেন শাবানা আজমি, স্মিতা পাতিল, নীনা গুপ্ত। ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, প্রশংসিত হয় বিদেশের বিভিন্ন উত্সবে।
চার দশক পর মায়ের মতো একই ধরণের চরিত্রে আলিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের আলোচনা চলছে। অনেকে বলছেন, আলিয়ার অভিনয় মাকে ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার।
‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি। পতিতার চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে সত্যিকারের কয়েকজন যৌনকর্মীর সঙ্গে দেখা করেছিলেন আলিয়া।
ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন হুমা কুরেশি, সীমা পাহওয়া। অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে।
ছবিটির প্রিমিয়ার হবে এবারের বার্লিন চলচ্চিত্র উত্সবেও।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।