বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় কলারঝিরি ইউনুস মেম্বার পাড়ায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ, বনবিভাগ ও সেনাবাহিনী।
এ সময় প্রায় ১ হাজার ঘনফুটের অধিক পাথর ও একটি পাথর ভাঙার মেশিন জব্দ করেছে পুলিশ, বনবিভাগ ও সেনাবাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৮ মার্চ) আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনুস মেম্বার পাড়ার বাসিন্দা মোহাম্মদ কুদ্দুসের বাড়ির পাশে পাহাড়ের ভিতরে মাংগু মৌজার বিভিন্ন ঝিরি থেকে উত্তোলনকৃত পাথর পরিবহর করে উক্ত স্থানে মজুদ করে মেশিন দিয়ে ভেঙে ছোট কোয়ারি (কংক্রিট) করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে পুলিশ, বনবিভাগ ও আলীকদম জোনের নির্দেশনায় সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাথর শ্রমিক ও মেশিন চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পাথর ও পাথর ভাঙ্গার মেশিন জব্দ করেন পুলিশ বনবিভাগ ও সেনাবাহিনী।
সোমবার সকাল ১০টায় অভিযানের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, পাথর ও মেশিন জব্দ করা হয়েছে। বর্তমানে মেশিন ও পাথর পুলিশের হেফাজতে রয়েছে।
যৌথ অভিযানের নেতৃত্বদানকারী একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, পাথর উত্তোলনসহ পরিবেশের ক্ষতি হয় এমন কোনও কাজ সহ্য করা হবে না। আলীকদমের ঝিরি-খাল-ঝর্ণা থেকে পাথর উত্তোলন বন্ধে এ অভিযান চলমান থাকবে।
মাতামুহুরী রিজার্ভসহ বিভিন্ন স্থানে আলীকদম জোনের নেতৃত্বে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাড়াশি অভিযানের ফলে মাতামুহুরি রিজার্ভসহ বিভিন্ন ঝিরিতে পাথর উত্তোলন বন্ধ হলেও দীর্ঘদিন ধরে গোপনে মাংগু মৌজার বিভিন্ন ঝিরি থেকে ওই সিন্ডিকেট পাথর উত্তোলন করে আসছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।