আগাম আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

আগাম আলু

জুমবাংলা ডেস্ক : মাঠে মাঠে আগাম আলু উত্তোলনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা। বাজারে চাহিদা এবং দাম বেশি থাকায় উচু সমতল ভূমির আগাম আলু তুলছেন তারা।
আগাম আলু
এ উপজেলার কৃষকেরা আগাম আমন ধান ঘরে তুলে বেশী লাভের আশায় আগাম আলুর বীজ রোপন করেন। বর্তমানে আলু উত্তোলন শুরু হয়েছে। বাড়তি ঝামেলা ছাড়াই ক্ষেতের আলু ক্ষেতেই বিক্রি হচ্ছে। এছাড়া কয়েক দিনের মধ্যে পুরোদমে মাঠ থেকে আলু উত্তোলন শুরু হবে। চলতি বছর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামের কৃষক জামেনুর রহমান বলেন, চলতি বছর ১৫ সেপ্টেম্বরে রোপনকৃত ৪ বিঘা জমিতে ৫৫ থেকে ৬০ দিনে ফলনযোগ্য আগাম আলু উত্তোলন করেছি। ৪ বিঘা জমিতে ৩৫ বস্তা আলু হবে। আগাম হিসেবে ফলন কিছুটা কম হলেও বাড়তি খরচ ছাড়াই ক্ষেতের আলু ক্ষেতেই বিক্রি করছি। ওই পরিমান জমিতে খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা। যা বিক্রি করে প্রায় ১ লাখ টাকা লাভের আশা করছি।

একই এলাকার কৃষক আব্দুর রহমান জানান, আলু চাষ করে লাভবান হওয়ার আশায় আগাম আমন ধান কাটামাড়াই করে সেই জমিতে আগাম আলুর বীজ রোপণ করেছি। ৯০ থেকে ১০০ বস্তা আলুর আশা করা হচ্ছে। যা খরচ বাদে দিগুন লাভ হবে। ব্যবসায়ীরা মাঠ থেকে আলু কিনে নিয়ে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে সরবরাহ করছেন।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। চলতি বছর অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন ও চড়া দাম পেয়ে কৃষকেরা লাভবান হবেন।

৮ কেজি চালের দামে এক কেজি আলু!