রাজশাহীতে তানোরে লালপুর মাঠে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিলো। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এবার আলু ক্ষেতে পড়ে যাওয়া প্রশিক্ষণ বিমানটি ট্রাকের পিঠে করে নিয়ে গেলো। বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বিমানটি উদ্ধার করে ট্রাকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।
রাজশাহীর তানোরের লালপুর থেকে বিমানটি উদ্ধার করে নওহাটা বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি রাকিবুল হাসান। এসময় তিনি বলেন, এর আগে তদন্ত কমিটি পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের দ্বারা তারা ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছেন। এ বিষয়ে উইং কমান্ডার এসএম আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, বিমানের পাইলট ও প্রশিক্ষণার্থীর সাথে তারা কথা বলেছেন। অবতরণের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এ বিষয় নিয়ে আরও পরীক্ষা-নীরিক্ষা করবেন। এক মাসের মধ্যে তাদের ওয়েবসাইটে তারা প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন।
এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে চাকা ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-S2-AFK। এ ঘটনায় প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী রায়হান গফুর আহত হন। এ ছাড়া ২০১৫ সালে একই বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী বৈমানিকের মৃত্যু হয়, আহত হন এক প্রশিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।