জুমবাংলা ডেস্ক: ভাস্কর্য না মুজিব মিনার সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) রাতে ধর্মীয় নেতাদের সাথে আলোচনার বিষয়ে, সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সংবিধানের বাইরে কিছু করা হবে না। তবে ধর্মীয় বিধান মানা হবে। আলোচনায় নাশকতা না করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো গেছে বলেও জানান মন্ত্রী। বলেন, আলেমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। প্রধানমন্ত্রী রাজি হলে সময় দেয়া হবে।
এদিকে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ বলেছেন, উগ্র মৌলবাদী জঙ্গিবাদীদের দাবি মানতে রাজি নয় আওয়ামী লীগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


