Advertisement
বিনোদন ডেস্ক : আত্মহননের পথ বেছে নেয়া বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’-তে তার বিপরীতে অভিনয় করেছিলেন সঞ্জনা সাংঘি। প্রচারের অপেক্ষায় থাকা সিনেমাটির প্রচারে এখন ব্যস্ত সময় ব্যয় করছেন এ অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সঞ্জনা একটি সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’ সিনেমার শুটিং সেটের বাইরের একটি ভিডিও প্রকাশ করেছেন সঞ্জনা। ভিডিওটি প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি।
২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘দিল বেচারা’। পরিচালক মুকেশ ছাবরার এই ছবির সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে সঞ্জনার। তবে নিজের প্রথম ছবি মুক্তির আগে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও ভাবেননি সঞ্জনা।
এদিকে সুশান্তের আত্মহত্যার পর তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



