আলো কণা হলে আমরা যদি একটি বদ্ধ পাত্রে আলো রাখি, তখন তো আলোর কণাগুলো ওই জায়গায় আটকে থাকার কথা। ফলে ওই জায়গা আলোকিত দেখার কথা। কিন্তু দেখি না কেন? অথবা সূর্যের আলোর কণাগুলো পৃথিবীতে থেকে যায় তখনো, তো পৃথিবী আলোকিত হওয়ার কথা। কিন্তু আলোকিত হয় না কেন?
আলোর কণা (ফোটন) ও ইলেকট্রন কণার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। মোট আলোর কণার সংখ্যা পরিবর্তন হতে পারে, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এ জন্য তোমার প্রশ্নে লেখা ‘আলোর কণাগুলো ওই জায়গায় আটকে থাকে’—এটা ঠিক নয়।
অ্যাটম বা পরমাণু থেকে যে আলোটা বের হয়, সেটা তাহলে কোথা থেকে আসে? আলোকে মার্বেলের মতো একটা কণা হিসেবে চিন্তা না করে বরং শক্তির কণা হিসেবে চিন্তা করলে তোমার ভেতরের ধাঁধাটা মিটে যাবে। এ জন্য সাধারণ বাক্সে আলোকে জোনাকির মতো আটকে রাখা যায় না। তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।