বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সুপার ডুপার হিট ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে। বিশেষ করে বলিউডে রেকর্ড গড়েছে সিনেমাটি। আল্লুর ‘পুষ্পা’ স্টাইল দেশ-বিদেশে ভাইরাল। একের পর এক হিট সিনেমা করার পর তেলেগু সিনেমার সুপারস্টার হয়েছেন ‘আল্লু অর্জুন’। তেলেগু ইন্ডাস্ট্রি ছাড়িয়ে তার জনপ্রিয়তা এখন সব ক্ষেত্রেই। তবে একজন সুপারস্টার এর পাশাপাশি তিনি একজন ফ্যামিলিম্যান ও। বড় পর্দায় যেমন অ্যাকশন মুডে হাজির হয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তেমনি পরিবারের সঙ্গেও বিভিন্ন সময় তাকে দেখা যায়।
সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও নাম লিখিয়েছেন তারকা। কয়েক দিন আগে এ অভিনেতা একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মিত এ বিজ্ঞাপনের শুটিং হায়দরাবাদে হয়েছে। বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা যায়, এ বিজ্ঞাপনের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন নির্মাতা। ‘আল্লু অর্জুন অভিনীত এই বিজ্ঞাপনের জন্য ৪৫ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়েছেন ত্রিবিক্রম। শুধু অ্যাকশন-কাট বলেই এই মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তিনি।
পরিচালক ত্রিবিক্রমের সঙ্গে আল্লু অর্জুনের সম্পর্ক অনেক পুরোনো। তার নির্দেশিত বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। তার উল্লেখযোগ্য সিনেমা হলো, জুলায়ি, এস/ও সত্যমূর্তি, আলা ভাইকুন্তাপুরামলো প্রভৃতি।আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বহুল আলোচিত এ সিনেমা গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় পার্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন।
এদিকে বলিউডে অভিষেকে প্রসঙ্গে আল্লু অর্জুনের জানান, তিনি সম্প্রতি বলিউড থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তবে সেই ছবির চিত্রনাট্য তার খুব একটা ভাল লাগেনি বলে তিনি তা গ্রহণ করেননি। তবে নিঃসন্দেহে তার কাছে বলিউড বা হিন্দি একটা অস্বস্তির জায়গা, তবে ভাল প্রস্তাব পেলে নতুন কিছু করে দেখার ইচ্ছে তার আছে। ফলে মনের মতো চিত্রনাট্য পেলেই বলিউডে অভিষেক ঘটতে পারে পুষ্পারাজের সেই বিষয় কোনও প্রশ্নের অবকাশ আর থাকে না।
সূত্র: জি নিউজ
মায়ের পেট সড়কে ফেটে জন্ম নেওয়া বাচ্চার আজীবন দেখভাল করতে চান চিত্রনায়িকা বর্ষা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।