আশুলিয়া প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কাউন্সিল অধিবেশন ও কর্মী সম্মেলন আশুলিয়ার ডেন্ডাবরে অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিল অধিবেশনের মাধ্যমে জমিয়তের আশুলিয়া থানা কমিটি গঠন করা হয়।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় জামিয়া ইয়াকুবিয়া হাবীবীয়া মাদ্রাসায় এ কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুফতি হুমায়ূন সাইদ এর সভাপতিত্বে এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জমিয়ত বিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে সব সময় দেশ, জাতি, ইসলাম ও মুসলমানদের পক্ষে কাজ করেছে এবং আগামী দিনেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।
মুফতি সিরাজুল ইসলাম বাহার ও প্রিন্সিপাল মাওলানা মাইনুদ্দিন ফরায়েজির পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, ঢাকা জেলা উত্তর জমিয়তের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান বিন নুরী, আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি জমিয়ত নেতা মুফতি ইলিয়াস আহমেদ কাসেমী, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, থানার সিনিয়র সহ-সভাপতি মুফতি নজরুল ইসলাম, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আঃ রহমান জামিল ও সহ-পাঠাগার সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়ত নেতা মুফতি ওমর ফারুক, মুফতি আশরাফ আলী, মুফতি মাহফুজুর রহমান, মুফতি আব্দুল হক সিরাজী, মুফতি জাকারিয়া, মাওলানা আতাউল্লাহ ইসহাকী ও মাওলানা আঃ হাই প্রমুখ।
এ সময় মুফতি হুমায়ূন সাইদকে সভাপতি, মুফতি নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, প্রিন্সিপাল মাওলানা মাইনুদ্দিন ফরায়েজীকে সাধারণ সম্পাদক, মুফতি সিরাজুল ইসলাম বাহারকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আনোয়ারকে অর্থ সম্পাদক ও হাফেজ মুহাম্মাদুল্লাহ দয়াপুরীকে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।