ঢাকার আশুলিয়ায় নরসিংহপুরে এক ভাড়া বাড়ির কক্ষে স্বামী-স্ত্রী ও ৬ বছরের সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহগুলো শহীদ সাহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে, এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, রোববার রাত ৮টার দিকে স্থানীয়রা ওই কক্ষ দিনভর বন্ধ দেখে জানালা দিয়ে ভিতরে উকি দিয়ে দেখেন, খাটের উপরে অচেতন অবস্থায় স্ত্রী সোনিয়া আক্তার ও ৬ বছরের শিশু কন্যা জমিলা পড়ে আছে। আর স্বামী রুবেল মিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন।
ওসি আরও জানান, মৃতদের খাটের উপরে পড়ে থাকা স্ত্রী ও কন্যার মুখে ফেনা দেখা যাওয়ায় স্থানীয়রা ধারণা করছেন, স্বামী বিষজাতীয় কিছু খাইয়ে স্ত্রী ও কন্যাকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন।
নিহতদের মধ্যে সোনিয়া আক্তার রাজধানীর একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং স্বামী রুবেল মিয়া পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তাদের মূল নিবাস বগুড়া জেলায়। পুলিশ ঘটনার তদন্তে সিআইডির একটি টিম পাঠানোর নির্দেশ দিয়েছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।