বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে তার পরিবর্তে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসবেন দেশটির পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক।

সোশ্যাল মিডিয়ায় এক্সে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ইসহাক দার।
এর আগে, মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক্সে দেওয়া শোক বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


