বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের একটি নতুন সাব-ব্র্যান্ড Jovi নামে নিয়ে আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। বেশ কিছু দিন আগেই একটি লিকের মাধ্যমে Jovi ব্র্যান্ডের প্রথম Jovi Y39 5G স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছিল। এবার সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। শীঘ্রই ভিভোর সাব-ব্র্যান্ড Jovi বাজারে তাদের প্রথম Jovi Y39 5G ফোনটি লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।
Jovi Y39 5G এর সার্টিফিকেশন ডিটেইলস
* 3C সার্টিফিকেশন সাইটে Jovi Y39 5G ফোনটি লিস্টেড হয়েছে।
* এই সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি V2444A মডেল নাম্বার সহ দেখা গেছে।
* 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনটির চার্জিং অ্যাডোপ্টারের V4440L0A0-CN বা V4440L0E0-CN মডেল নাম্বার হবে বলে জানা গেছে।
* ফোনের চার্জিং অ্যাডোপ্টারের আউটপুট ক্যাপাসিটি 5VDC 3A, 9VDC 2A, বা 11VDC 4A হবে।
* লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Jovi Y39 5G ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
Jovi Y39 5G এর প্রসেসিং পাওয়ার
গীকবেঞ্চের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হবে।
বেঞ্চমার্কিং ওয়েবসাইটে ফোনটির প্রসেসিং স্পীড 1.96GHz থেকে 2.21GHz হবে বলে জানা গেছে।
এই সাইটের মাধ্যমে Jovi Y39 5G ফোনটিতে 8GB RAM থাকবে বলে জানা গেছে।
এই স্মার্টফোনটি 6GB RAM সহ বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Jovi Y39 5G ফোনটিতে লেটেস্ট Android 15 OS সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Vivo এর Jovi ব্র্যান্ড
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি, তবে শীঘ্রই ভিভো তাদের সাব-ব্র্যান্ড Jovi গ্লোবাল বাজারে পেশ করবে বলে সমালোচনা শোনা যাচ্ছে। এই ব্র্যান্ডটি বিশেষ করে ব্রাজিল এবং আফ্রিকা মহাদ্বিপের মতো দেশগুলির জন্য পেশ করা হতে পারে। ভিভো কোম্পানি তাদের সাব-ব্র্যান্ড Jovi ভারতে লঞ্চ করবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। Jovi ব্র্যান্ডের অধীনে Jovi Y39 5G ফোনটি ছাড়াও Jovi V50 বা Jovi V50 Lite ফোনও লঞ্চ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।